![]() |
Brown Fish Owl |
বিরল প্রজাতির খয়রা-মেছোপ্যাঁচা (Brown Fish Owl):
খয়রা-মেছোপ্যাঁচা (Brown
Fish Owl) আকারে চিলের মতো। ৫৬ সে. মি; হালকা খয়েরি দেহ। সমান্তরাল ও ভোঁতা কানঝুঁটি। মাথা, কাঁধ-ঢাকনি ও ডানা-ঢাকনি অতি সরু কালচে-বাদামি দাগ। কপালে সরু সাদাটে লাইন। ডানার প্রান্তে সারি সারি কালো লাইন। গভির ও ফাঁপা কন্ঠে ডাকে ‘বু-বুম’।
No comments:
Post a Comment
Thank,s You Visiting My Bloge.